DTW-203 এর সাইট ভিজিট করে K5X এবং K7X রিলেতে সমস্যা পরিলক্ষিত হয়েছে। রিলে গুলোর উপরে এক ধরনের বার্নিশ জমে গেছে। তা পরিষ্কার করা হয়েছে। K5X এবং K7X রিলে LX1 এবং LX2 এর স্থানে এন্টার চেন্জ করা হয়েছে। ম্যাগনেটিক কন্টাক্টরের হালকা কার্বন পরিষ্কার করা হয়েছে। পাম্প SCADA থেকে ২০-২৫ মিনিট রান করে অবজারভেশন করা হয়েছে। কোন সমস্যা পাওয়া যায়নি। SCADA টিমকে অবজারভেশনে রাখতে বলা হয়েছে। কোন সমস্যা হলে পাম্পি বন্ধ রাখতে বলা হয়েছে। আগামীকাল নতুন রিলে লাগানো যেতে পারে। সিরিয়াল কমিউনিকেশন স্বাভাবিক দেখা গেছে। একটি PWP panel এর এডজাস্ট ফ্যানে সমস্যা পরিলক্ষিত হয়েছে। চেঞ্জ করার ব্যবস্থা নেওয়া যেতে পারে।
আগামীকাল রিলে গুলো চেক করে কনফার্ম করে সমাধান হতে পারে।
প্রদানকৃত মালামালের তালিকাঃ Surge Protection Device (SPD) for power= 01 Nos.
Items Code: 02-09-15-2187
IRP-01 PLANT OUT TIME 12:06
DTW NO 203 IN TIME 12:41
রিলে বেস্ট প্রবলেম সিরিয়াল কম্বিনেশন প্রবলেম লোকাল রানিং প্রবলেম রিলে ও রিলে ব্যাচ চেঞ্জ করতে হবে
DTW NO 203 OUT TIME 14:48
IRP-01 PLANT IN TIME 15:20
মেরামত করার জন্য স্টোরে জমা দেওয়া হল ।
সাত(৭) কর্ম দিবসের মধ্যে আমাদেরকে এই সম্পর্কিত আপডেট জানানোর জন্য অনুরোধ করা হলো ।
মেরামত সংক্রান্ত আপডেট জানানোর পর ওয়ার্ক অর্ডারটির স্ট্যাটাস পরিবর্তন করা হবে ।