WID1739(Solved): DTW-120 CCTV NO-176 View is not showing in SCADA. Need to check.
Posted on 29th April 2025, 10:31am by momin.skwp.dwasa@gmail.com
পুরো লাইন খুঁজেও কোথাও কোনো তারে সমস্যা পাওয়া যায়নি সম্পূর্ণ TJ গুলো নামিয়ে নামিয়ে চেক দিতে হবে আজকে লোক ও গাড়ি পাওয়া যায়নি তাই চেক দিতে পারিনি শনিবারে লোক ও গাড়ি দেওয়া হবে তাই শনিবারে এই সিডিউল এ কাজ করা হবে ।
পাম্পে কাজের জন্য প্লান্ট থেকে বাহির হয়েছে।09:16am
পাম্পে কাজের জন্য প্রবেশ করেছেন।09:36am
পাম্পের কাজ শেষ করে বাহির হয়েছে।10:54am
কাজ শেষ করে প্লান্টে প্রবেশ করেছেন।11:46am
TJ বক্সের ভিতরে মরিচা পড়ে সমস্ত তার নষ্ট হয়ে গেছিল ওই নষ্ট TJ চেঞ্জ করে নতুন একটি TJ লাগিয়ে দেওয়া হয়েছে বর্তমানে ক্যামেরাগুলো ডিসপ্লেতে দেখা যাচ্ছে ।